আরও দু’সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ। শুক্রবার মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান, এখনও নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। ফলে আরও দু’সপ্তাহ বাড়ানো হচ্ছে লকডাউন। আগামী ৭ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজ্যে। ১০ মে থেকে ইতিমধ্যেই লকডাউনের বিধিনিষেধ চলছে কর্ণাটকে। ২৪ মে যা শেষ হওয়ার কথা ছিল। তার আগেই ফের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী।
মুখ্য়মন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করেই লকডাউনের মোদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, লকডাউন জারি থাকলেও মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার করতে হবে। জমায়েত এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন তাঁরা।’
এই পর্বের লকডাউনে আন্তঃরাজ্য চলাচলের উপর কোনও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মালবাহী গাড়ি চলাচলেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। শুক্রবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে কেরালা সরকারও। আগামী ৩০ মে পর্যন্ত সেখানে জারি থাকবে লকডাউনের বিধিনিষেধ।
Be the first to comment