নারদ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ ফিরহাদ কন্যা

Spread the love

নারদ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ফিরহাদ হাকিমের কন্যা। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি, জানা গিয়েছে এমনটাই।

শুক্রবার কলকাতা হাইকোর্টে জামিন পাননি সুব্রত মুখোপাধ্যা্য়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। এই চার নেতাতে ‘গৃহবন্দি’ থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোট। শুক্রবার সন্ধ্যে ৬টা ৪০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন ফিরহাদ হাকিম। নারদ মামলায় রাজ্যের ৪ নেতা-মন্ত্রীদের গ্রেফতারির ঘটনায় বিগত কয়েকদিন ধরেই চলছিল তোলপাড়। এদিকে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা যাচ্ছে বৃহত্তর বেঞ্চে। সেখানে পাঁচ বিচারপতির উপস্থিতিতে এই মামলার শুনানি হবে সোমবার সকাল ১১টায়।

শুক্রবার আদালতের তরফে জানানো হয়, বাড়িতে বসে করোনা মোকাবিলায় ভার্চুয়ালি বৈঠক নিতে পারবে ফিরহাদ হাকিম।এদিকে এবার এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ বলেন ফিরহাদ হাকিমের কন্যা।সুপ্রিম কোর্টে দাখিল করলেন ক্যাভিয়েট।

কী এই ক্যাভিয়েট?আইনের পরিভাষায় ক্যাভিয়েট দাখিল বলতে বোঝায়, আবেদনকারীর কথা না শুনে আদালত কোনও রায় দেবে না। বিরুদ্ধে পক্ষের মতামতও গ্রহণ করবে। অন্যদিকে, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে CBI-ও। চার অভিযুক্ত সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করতে পারে এই চিন্তাভাবনাকে সামনে রেখেই এই ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, অনুমান করা হচ্ছিল এমনটাই।

প্রসঙ্গত, ‘গৃহবন্দি’ থাকাকালীন ফিরহাদের বাড়ির প্রবেশ গেটে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষকে। কেউ তাঁর সঙ্গে দেখা করতে এলে কতক্ষণ তাঁরা দেখা করছেন, কী কারণে দেখা করতে আসছেন, সেই যাবতীয় তথ্য নথিবদ্ধ করে রাখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*