১০৪ বছরের নিয়ম বদলালো ভারত সেবাশ্রম।করোনা রোগীদের মুখ চেয়ে তাঁদের পাতে মাছ-মাংস-ডিম রাখা হচ্ছে। প্রতিষ্ঠানের ইতিহাসে আমিষ পদ এই প্রথম।
শুধুমাত্র করোনা রোগীদের জন্য ভারত সেবাশ্রম সংঘের এই নিয়ম। কোনও দিন কোনও শাখাতেই ঢোকেনি আমিষ পদ। আশ্রমেই তৈরি হচ্ছে ডিম সেদ্ধ, মাংসের ঝোল।
করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করেছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে গড়িয়া শাখায় করোনা রোগীর জন্য সেফ হোমের ব্যবস্থার পাশাপাশি জোকায় অত্যাধুনিক হাসপাতালে CCU ও ভ্যান্টিলেশনের ও ব্যবস্থা করা হয়েছে। নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি।
Be the first to comment