উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ কী? রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Spread the love

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কার্যত লকডাউন পরিস্থিতি জারি হয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। মূলত অনলাইনেই চলছে পঠন-পাঠন। দ্বাদশ শ্রেণির পরীক্ষা কোন পদ্ধতিতে হবে? তা ঠিক করতে এবার রাজ্যের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। রবিবারই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে বৈঠক। উপস্থিত থাকবেন নারী ও শিশু কল্য়াণ মন্ত্রী স্মৃতি ইরানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরও।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রায় সব রাজ্যেরই শিক্ষা দফতর , CBSE ও ICSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রেখেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই পরীক্ষাগুলির ভবিষ্যৎ নিয়ে কোনও নতুন তথ্য আসে কিনা, সেদিকেই তাকিয়ে শিক্ষামহল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তাও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী টুইটে লেখেন, ‘সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য মতামত জানাতে।’ শিক্ষামন্ত্রী আরও লিখেছেন, ‘বন্ধুরা আপনাদের মূল্যবান পরামর্শ আমার প্রয়োজন। আপনারা টুইটারেও আমায় পাঠাতে পারেন।’

করোনা মহামারীকালে পরীক্ষা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে পরীক্ষার তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটাই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। খুব দ্রুত এব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলেও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে মহামারী প্রকোপ কম হলে পরীক্ষা নেওয়া হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি। একইসঙ্গে শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্যে সংক্রমণের হার কমছে। এই অন্ধকার সময়ে আশাবাদী থাকাই আমাদের একমাত্র ভরসা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*