রাজস্বমন্ত্রীর উপর হামলার প্রতিবাদ, কার্ফুর মাঝেই ২৪ ঘণ্টার বনধ পালন আইপিএফটির

Spread the love

শাসকদল বিজেপির জোটসঙ্গী আইপিএফটি-এর প্রধান তথা রাজ্যের রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার উপর হামলার ঘটনার প্রতিবাদে ত্রিপুরা উপজাতি অধ্যুষিত এলাকায় ২৪ ঘণ্টার বনধ পালন করল আইপিএফটি দল। করোনা সংক্রমণের জেরে রাজ্যজুড়ে নৈশ কার্ফু চলছে। তারই মাঝে বনধ পালন করল সমর্থকরা।

গত বুধবার রাজ্যের রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা জামপুইজালা-তাকারজালা কেন্দ্রে করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে ও উন্নয়নের কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে বৈঠক করতে যান। সেখানেই তার উপর চড়াও হয় পরিষদের শাসক দল তিপরার ৫০-৬০ জন সমর্থক। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় তাঁরা। বিক্ষোভের খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করতেই তাঁরা কমিউনিটি হল লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। কোনওমতে দেববর্মাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

এই ঘটনার সমালোচনা করে সরব হয়েছিলেন স্বয়ং নরেন্দ্র চন্দ্র দেববর্মাই। তিনি বলেছিলেন, “রাজ্যজুড়ে কেবল অরাজকতা চলছে। আমি কোনও গণতান্ত্রিক রাষ্ট্রে এমন ঘটনা দেখিনি। এখানে কোনও আইনের শাসন নেই, গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়েছে। স্বরাষ্ট্র দফতরের উচিত, দ্রুত কোনও পদক্ষেপ করা, নাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এরপরই বনধের ডাক দেয় আইপিএফটি-র সমর্থকরা। তবে রাজ্যজুড়ে করোনা সংক্রমণের জেরে নৈশ কার্ফু চলায় বিকেল থেকেই সমস্ত দোকান-পাট বন্ধ ছিল। ফলে কোথাও অশান্তির সৃষ্টি হয়নি। মান্ডাই সহ পশ্চিম ত্রিপুরার কয়েকটি জায়গায় বনধ সমর্থনকারীদের পুলিশ বাড়ি চলে যাওয়ার অনুরোধ করলে তারা সেই কথা মেনে নেন বলেও জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*