রাজধানীতে হু হু করে ছড়াচ্ছিল করোনা সংক্রমণ। এরপরই বেলাগাম সংক্রমণে লাগাম টানতে লকডাউন ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সুফলও মিলেছে হাতেনাতে। তাহলে কবে ‘আনলক’ হবে দিল্লি? এর আগে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নামলে তুলে নেওয়া হবে লকডাউন। কিন্তু পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নামার পরে আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন তিনি।
দিল্লিতে এখন লকডাউন চলবে ৩১ মে সকাল ৫টা পর্যন্ত। লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে কেজরীবাল জানান, যদি ক্রমাগত আক্রান্তের সংখ্যা হ্রাস পেতে থাকে, তবেই দিল্লিতে আনলক পর্ব শুরু হবে। পাশাপাশি কেজরীওয়াল এ বিষয়ও সাফ জানিয়েছেন, তাঁর কাছে এখন প্রধান কাজ হল সকলকে দ্রুত টিকা দেওয়া।
মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ৩ মাসের মধ্যে সব দিল্লিবাসীকে ভ্যাকসিন দেওয়ার জন্য সব প্রস্তুতি সেরে রেখেছি। সকলকে ভ্যাকসিন দিতে চাই। কিন্তু টিকা সঙ্কট রয়েছে।” তিনি দাবি করেন, সকলকে যথা সময়ে টিকা দিতে পারলে তৃতীয় ঢেউ এড়ানো যাবে। দিল্লি সরকার দ্রুত ভ্যাকসিন চায়, তার জন্য কেন্দ্রীয় সরকার ও বিদেশের দ্বারস্থ হয়েছে কেজরীওয়াল সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লি সরকার যে কোনও মূল্যে ভ্যাকসিন কিনতে রাজি।”
উল্লেখ্য লকডাউনের পর দিল্লির বিশাল করোনা সংক্রমণ এখন অনেকটাই নীচে। ক্রমশ নীচে নামছে গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন স্রেফ ২ হাজার ২৬০ জন। ১৯ এপ্রিল দিল্লিতে যখন লকডাউন ঘোষণা হয়, সেদিন সংখ্যাটা ছিল ২৩ হাজার ৩৮৬।
Be the first to comment