করোনা যুদ্ধে দিল্লির চিকিৎসকের মৃত্যু, ১ কোটির অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী কেজরীওয়ালের

Spread the love

করোনা সংক্রমিত দিল্লিবাসীদের বাঁচাতে একটানা লড়াই চালিয়ে যাচ্ছিলেন জিটিবি হাসপাতাল-এর সর্বকনিষ্ঠ চিকিৎসক আনাস মুজাহিদ। কিন্তু অচিরেই তাঁর শরীরেও বাসা বাঁধে করোনা। সংক্রমণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হয় তাঁর। সেই করোনা যোদ্ধার পরিবারের পাশে দাড়ালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। শনিবার ওই চিকিৎসকের বাড়িতে গিয়ে এক কোটি টাকার অর্থ সাহায্য আনাসের বাবার হাতে তুলে দেন।

গত ৮ মে দিল্লির জিটিবি হাসপাতালেই করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসা করতে গিয়ে সংক্রমিত হন প্রসূতি বিভাগের চিকিৎসক আনাস মুজাহিদ। সংক্রমিত হওয়ার পরেরদিনই তাঁর মৃত্যু হয়।

শনিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল টুইট করে লেখেন, “করোনাকালে দিন-রাত পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীরাই আমাদের হিরো। ডঃ আনাস মুজাহিদ জিটিবি হাসপাতালের চিকিৎসক ছিলেন। করোনা রোগীদের চিকিৎসা করতে করতে মাত্র ২৬ বছর বয়সেই উনি শহীদ হয়ে যান। ওনার পরিবারের খেয়াল রাখার দায়িত্ব আমাদের। আজ ওনার পরিবারের সঙ্গে দেখা করে এক কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হল।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও মুখ্যমন্ত্রী কেজরীওয়াল বলেন, “ডঃ আনাস মুজাহিদের মতো বহু করোনা যোদ্ধারা প্রথম সারিতে দাঁড়িয়ে দিল্লির মানুষদের করোনা চিকিৎসায় সাহায্য করেছেন। ওনাদের মতো মানুষের কারণেই সাধারণ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে এবং দিল্লি সরকার করোনা প্যানডেমিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পেরেছে।”

মুখ্যমন্ত্রী জানান, আনাসের বাবার সঙ্গে কথা বলে ভবিষ্যতেও সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হলে তিনি জানান যে, ওনার একমাত্র ইচ্ছে উনি এবং ওনার পরিবার যেন দেশের সেবা করতে পারেন। এছাড়া আর কিছু চাই না।

ছেলের মৃত্যুর পর দিল্লি সরকার পাশে দাঁড়ানোয়, তাদের ধন্যবাদ জানিয়ে ডঃ ইসলাম জানান, তিনি চান বাকি সন্তানরাও যেন মুজাহিদের মতোই দেশের সেবায় কাজ করতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*