মুম্বইয়ে পেট্রল প্রায় ১০০! কলকাতায় দাম কত? জানুন বিস্তারিত!

Spread the love

ছুটির দিনে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। চলতি মাসে এই নিয়ে ১৪ বার দর বাড়ল দুই জ্বালানির। শনিবার দাম স্থির থাকলেও রবিবার ঊর্দ্ধমুখী পেট্রল-ডিজেল। রাজধানী দিল্লিতে আজ পেট্রলের দাম রয়েছে ৯৩.২১ টাকা। যা কিনা আগের দিনের তুলনায় ১৭ পয়সা বেশি। বেড়েছে ডিজেলের দামও। ডিজেল বিক্রি হচ্ছে ৮৪.০৭ টাকা লিটার প্রতি দরে। যা আগের দিনের তুলনায় ২৭ পয়সা বেশি।

চেন্নাইতে এদিন পেট্রলের দাম রয়েছে ৯৪.৮৬ টাকা। ডিজেল বিক্রি হচ্ছে ৮৮.৮৭ টাকা প্রতি লিটার। কলকাতাতে লিটার প্রতি পেট্রলের দাম বেড়েছে ১৬ পয়সা। রবিবার কলকাতায় পেট্রলের দাম রয়েছে ৯৩.২৭ টাকা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ২৭ পয়সা। কলকাতায় রবিবার লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৮৬.৯১ টাকা।

তবে পেট্রল কিনতে গিয়ে নাজেহাল হচ্ছে মুম্বইবাসী। পেট্রল অগ্নিমূল্য হারে বিক্রি হচ্ছে সেখানে। মুম্বইতে পেট্রলের দর রয়েছে ৯৯.৪৯ টাকা ও ডিজেলের দর প্রতি লিটার ৯১.৩০ টাকা। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের একাধিক শহরে পেট্রলের মূল্য বেশ কয়েকদিন ধরেই রয়েছে ১০০-এর উপরে। সমগ্র দেশের মধ্যে রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় পেট্রলের দাম রয়েছে সবচেয়ে বেশি। শ্রী গঙ্গানগর জেলায় লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ১০৪.১৮ টাকা। প্রতি লিটার ডিজেলের দর ৯৬.৯১ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, VAT সহ একাধিক ইস্যুর উপর পেট্রল-ডিজেলের দাম নির্ভর করে। প্রতিদিন সকাল ৬টা থেকে নতুন দাম প্রযোজ্য হয়। বাড়ি বসে ‘RSP<space> পেট্রল পাম্পের ডিলার কোড’ মেসেজ 9224992249 নম্বরে পাঠালেই জানা যায় প্রতিদিনের পেট্রল-ডিজেলের দাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*