করোনা মোকাবিলায় কোভিড রোগীদের সাহায্য করতে এবার এগিয়ে এলো শহর কলকাতার অভিজাত পুজো কমিটি সুরুচি সংঘ। সোমবার “অক্সি এক্সপ্রেস” নামে নতুন একটি পরিষেবা শুরু করলো তারা। এখন থেকে ১৮০০৩০৯৯০৯৯ এই হেল্পলাইন নম্বরে ফোন করে কোনও কোভিড রোগীর অক্সিজেন প্রয়োজনের কথা জানালেই রোগীর প্রাণ বাঁচাতে শহরে ঝড়ের গতিতে “অক্সি এক্সপ্রেস ছুটবে”। সঙ্গে থাকবেন ডাক্তারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে সুরুচি সংঘ এই মহান প্রয়াসে এগিয়ে এসেছে।
এই পরিষেবা মূলত দক্ষিণ কলকাতার বেহালা, টালিগঞ্জ, নিউ আলিপুর এলাকার মধ্যে হলেও, প্রয়োজনে সুরুচি সঙ্ঘের “অক্সি এক্সপ্রেসকে” পাওয়া যাবে শহরের অন্যত্রও। করোনা কালে অক্সিজেনের চাহিদা দেশে ঊর্ধ্বমুখী। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। আর এই অবস্থায় সহ নাগরিকদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে “অক্সি এক্সপ্রেসের” শুভ যাত্রার সূচনা করেলেন রাজ্যের বিদ্যুৎ, ক্রীড়া ও জুব কল্যাণ মন্ত্রী তথা সুরুচি সঙ্ঘের পুজোর কর্ণধার অরূপ বিশ্বাস।
সুরুচি সঙ্ঘ সূত্রে খবর, আপাতত পাঁচটি গাড়ি নিয়েই যাত্রা শুরু করেছে “অক্সি এক্সপ্রেস”। গাড়িতে অক্সিজেনের ব্যবস্থার পাশাপাশি থাকছে করোনা সহ অন্যান্য রোগের ওষুধ, পালস অক্সিমিটারও। সঙ্গে টোল ফ্রি একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ১৮০০৩০৯৯০৯৯ এই হেল্পলাইন নম্বরে ফোন করে করোনা রোগীর সমস্যার কথা এবং বাড়ির লোকেশন শুধু জানালেই চলবে মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাবে “অক্সি এক্সপ্রেস”।
মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, চাহিদা এবং ঠিক মতো সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে “অক্সি এক্সপ্রেসের” সংখ্যা আরও বাড়ানো হবে।
Be the first to comment