একধাক্কায় পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ অনেকটাই নামলো। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যার গ্রাফ নীচে নেমে এসেছে। যা বিরাট স্বস্তির খবর রাজ্যবাসীর জন্য। দৈনিক মৃত্যুর সংখ্যাও বেশ কয়েকদিন বাদে নেমেছে ১৫০-র নীচে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এখনই অতি উৎসাহিত হওয়ার কোনও কারণ না থাকলেও আশাব্যঞ্জক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। একে কার্যত লকডাউনের সুফল হিসেবেই মনে করছে অভিজ্ঞ মহল।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের দোরগোড়ায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২২৫। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৫৩। একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২০০-র বেশি কমেছে। গত কাল সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজার কমেছিল। আজ ৬ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ১৫৪।
পাশাপাশি আশা জাগাচ্ছে সুস্থতার হারও। আজকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯০.০৭ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ১৬৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে কিছুটা দুশ্চিন্তায় রেখেছে কমতে থাকা নমুনা পরীক্ষার হার। গত ২১ মে যেখানে দৈনিক নমুনা পরীক্ষা হয়েছিল ৭৭ হাজার ছিল, সেটাই এখন ২০ হাজার কমে গিয়েছে। ফলে আশার রুপোলি রেখা দেখা গেলেও গাফিলতির ভ্রূকূটি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। চিকিৎসকদের একাংশের অবশ্য ব্যাখ্যা, লকডাউনের ফলে সংক্রমণ কমেছে, যার জেরে টেস্টিং কমে থাকতে পারে।
যদিও রাজ্যের বুলেটিন অনুযায়ী কলকাতা শহরেও সংক্রমণ কমছে দ্রুতগতিতে। গত কয়েকদিন ৪ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রমণ কমে আজকের দিনে দাঁড়িয়েছে ১,৪৮৯-এ। একদিনে শহরে মারা গিয়েছেন ৩২ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে নেমেছে। একদিনে ২,৯৭৫ জন আক্রান্ত হয়েছেন এবং ৪২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
Be the first to comment