বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই, প্রমাণ নিয়ে ময়দানে নামলো বিজেপি

Spread the love

এবার প্রমাণ নিয়ে ময়দানে নামল বিজেপি। কাগজ দেখিয়ে গেরুয়া শিবিরের জোরাল দাবি, শুভেন্দুই বিরোধী দলনেতা। কিন্তু কেন হঠাৎ প্রমাণের প্রয়োজন হলো বিজেপির? বিতর্কের কেন্দ্রে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক। শুক্রবার কলাইকুণ্ডাতে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইয়াসের প্রভাবে রাজ্যের ক্ষয়ক্ষতি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে বিতর্কের সূত্রপাত। কোন পদমর্যাদার ভিত্তিতে এই ধরনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন শুভেন্দু! উঠছিল প্রশ্ন।

এই বিতর্কের মধ্যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে স্বীকৃতি দেওয়ার চিঠি সামনে এনে ইঙ্গিতপূর্ণ বার্তা দিতে চাইলো বিজেপি, মনে করছে ওয়াকিবহাল মহল। তাৎপর্যপূর্ণভাবে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করার পর বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে দলের সিদ্ধান্তের কথা জানাতে হয় এবং তাতে চূড়ান্ত সম্মতি দেন অধ্যক্ষ। শুভেন্দু অধিকারীই বিধানসভার বিরোধী দলনেতা, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সম্মতি দেওয়া চিঠিই প্রকাশ্যে এনেছে বিজেপি।

রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানান, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর পদ মর্যাদা একজন মন্ত্রীর সমান। সেক্ষেত্রে তিনি কেন আজকের বৈঠকে উপস্থিত থাকবেন, তা নিয়ে প্রশ্ন থাকার কোনও জায়গাই নেই। এই যাবতীয় বিতর্কের মাঝে প্রশ্ন উঠছে আজ দুপুর ২ টোয় মমতা-মোদী বৈঠকে কী আদৌ উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*