অন্তর্বর্তী জামিন পেলেও আজ বাড়ি ফিরছেন না মদন মিত্র

Spread the love

নারদ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও আজ শুক্রবার বাড়ি ফিরছেন না মদন মিত্র। শনিবার এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড বসে এই তৃণমূল বিধায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানালেন মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র।

শুক্রবারই কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নারদকাণ্ডে গ্রেফতার চার হেভিওয়েটের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে। গত ১৭ মে নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। প্রথমে জেল হেফাজতে রাখা হয় তাঁদের। পরে কলকাতা হাইকোর্ট চারজনকেই গৃহবন্দি রাখার নির্দেশ দেয়। একইসঙ্গে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরি করে হাইকোর্ট। সেই বেঞ্চই শুক্রবার নির্দেশ দেয়, চার হেভিওয়েটেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হল।

এদিকে গ্রেফতারের দিন রাতেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। শারীরিক অসুস্থতার কথা বলে এসএসকেএমের উডবার্নে ভর্তি হন বিজেপির শোভনও। পরদিনই সুব্রত মুখোপাধ্যায়কেও ভর্তি করা হয় এই হাসপাতালে। এদিকে আগেই চিকিৎসা হচ্ছে না অভিযোগ তুলে রীতিমত বন্ডে সই করে শোভনকে নিয়ে হাসপাতাল থেকে চলে যান তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গত ২৬ মে হাসপাতাল থেকে বাড়ি যান সুব্রত মুখোপাধ্যায়ও।

তবে হাসপাতাল থেকে ছাড়া পাননি মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছিলেন, মদনের গলায় একটি ছোট টিউমার রয়েছে। তবে সেটি অপারেশন করার প্রয়োজন নেই। শুরু হবে স্পিচ থেরাপি। শুক্রবার মদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র জানান, শুক্রবার বাড়ি ফিরছেন না তাঁর বাবা। শনিবার মেডিক্যাল বোর্ড বসে সিদ্ধান্ত নেবে।

তবে তিনি জানান, শুক্রবার কয়েকটি শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম থেকে বের করা হতে পারে মদনকে। একইসঙ্গে আদালতের রায় প্রসঙ্গে শুভরূপ জানান, বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চান না তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*