দেশবাসীর জন্য বিরাট সুখবর। ডিসেম্বর মাসের মধ্যেই সমস্ত দেশবাসীকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে, শুক্রবার এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সম্প্রতি টিকাকরণ নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছিলেন, ‘এখনও পর্যন্ত ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে ৩ শতাংশেরও কম মানুষ কোভিড টিকার দুটি ডোজ পেয়েছেন।’ এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন জাভড়েকর।
তিনি বলেন, ‘ভারতের ১৩০ কোটি জনসংখ্যাকে টিকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে ২০২১ সাল শেষ হওয়ার আগে। যদি রাহুলজী টিকাকরণ নিয়ে চিন্তিত হন তাহলে যেসমস্ত রাজ্যে কংগ্রেস সরকার রয়েছে আগে তাঁর সেই রাজ্যগুলির দিকে নজর দেওয়া উচিত। যে রাজ্যগুলিতে কংগ্রেস সরকার ক্ষমতায় রয়েছে সেই রাজ্যগুলি ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য বরাদ্দ টিকা নিচ্ছে না।
প্রসঙ্গত, ১ মে থেকে ১৮ ঊর্ধ্বদের টিকাকরণ শুরু হয়েছে। এদিকে,দেশে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। লকডাউন, সামাজিক দূরত্ববিধি আরোপ করে কোভিড গ্রাফ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও পুরোপুরি কাটেনি বিপদ। এই পরিস্থিতিতে দেশবাসীর কাছে টিকা পৌঁছে দেওয়া করোনামুক্তির অন্যতম উপায় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment