রাজ্যে সামান্য কিছুটা বাড়ল দৈনিক নমুনা পরীক্ষার হার। পাশাপাশি সংক্রমণের নিম্নমুখী গ্রাফ স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে। শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের গ্রাফ আরও নীচে নেমে এসেছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও গতকালকের তুলনায় কম। ফলে কার্যত লকডাউন যে ক্রমশ সুফল দেখাতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এই বিধি নিষেধ জারি রাখতে হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৪৬ জন। শেষ একদিনে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৪৮। গত ২৪ ঘণ্টায় একলাফে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৪৮ কমেছে। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২২৩ কমেছিল। আজ আক্রান্তের ৭ হাজারের বেশি কমার ফলে রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮০৬।
আশা জাগাচ্ছে সুস্থতার হারও। আজকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯০.০৭ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় ৫৯ হাজার ১৮৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। গতকাল এই সংখ্যাটা ছিল ৫৭ হাজার ১৬৫। সপ্তাহদুয়েক আগেও পজিটিভিটির হার ৩০ শতাংশের ধারেকাছে ছিল। যা এ দিন কমে হয়েছে ২১ শতাংশের কাছাকাছি।
রাজ্যের বুলেটিন অনুযায়ী কলকাতা শহরেও সংক্রমণ কমছে দ্রুতগতিতে। গত কয়েকদিন ৪ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রমণ কমে আজকের দিনে দাঁড়িয়েছে ১,৮৫৭। একদিনে শহরে মারা গিয়েছেন ৩০ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত ৩ হাজারের নীচে নেমেছে। একদিনে ২,৫২৫ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
Be the first to comment