গতকালই বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে আদালত। শনিবার ফের স্ব-মহিমায় কাজে যোগ দিতে চলেছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।
ফের আগের মতো ফোনে শহর কলকাতার মানুষের অভাব অভিযোগ শুনবেন তিনি। পুরসভা সূত্রে খবর, শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধান প্রশাসক। শুধু পুরসভার প্রশাসক হিসেবে নন, রাজ্যের পরিবহণমন্ত্রী হিসেবেও শনিবার নিজের দফতরের কাজে যোগ দেবেন তৃণমূল বিধায়ক।
১৭ মে নারদ-কাণ্ডে ফিরহাদ-সহ রাজ্যের ৪ নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই। ওই দিন নিম্ন আদালতে তাঁরা জামিন পেলেও কলকাতা হাই কোর্টের নির্দেশে তা স্থগিত হয়ে যায়।
Be the first to comment