আবারও শুরু হলো “টক টু কেএমসি” বেড চাইতে ফোন নম্বর দিয়ে কোভিড রোগীর তথ্য চাইতে বললেন ফিরহাদ

Spread the love

জামিন পাওয়ার পরই সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। শুক্রবার থেকেই তাঁকে রাস্তায় নামতে দেখা গিয়েছে। এবার ফের শুরু হল ‘টক টু কেএমসি’। ফিরহাদ গ্রেফতার হওয়ার পর থেকে এই অনুষ্ঠান বন্ধ ছিল। আজ শনিবার থেকে ফের শুরু হল সেই অনুষ্ঠান। কাউকে তিনি দিলেন নিজের ফোন নম্বর, কাউকে সরাসরি চলে আসতে বললেন পুরসভায়।
শনিবার দুপুর ১ টা থেকে ‘টক টু কেএমসি’ শুরু হয় নতুন করে। শুরু হতেই পরপর ফোন আসতে থাকে ববি হাকিমের কাছে। সমস্যা নিয়ে ফোন করতে তা মেটানোর জন্য সরাসরি কসবার বাসিন্দাকে কেএমসি আসতে বলে দেন ববি। এছাড়া, কোভিড রোগীর বেড পাওয়ার জন্য ববির কাছে ফোন আসে এ দিন। সঙ্গে সঙ্গে রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে বলে তিনি নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেন। ফোন এল খড়গপুর থেকেও। ফোন করে ভ্যাকসিন চাওয়া হয় তাঁর কাছে। তৎপরতার সঙ্গে খড়গপুরে ভ্যাকসিনের ব্যবস্থা করার কথা জানান তিনি। অনেকে ফোন করে তাঁর শরীরের খোঁজও নেন।
এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি বলেন, কলকাতায় ভ্যাকসিন দেওয়ার পরিমান বেড়েছে, অক্সিজেন পার্লার বাড়ানো হয়েছে, টেস্টও বেড়েছে। আয়া একটা নতুন নীতি ঠিক করা হবে বলে্ও এ দিন জানান ববি। আয়াদের কোনও পরিচয়পত্র থাকে না। তাই পরিচারিকাদের ক্ষেত্রে নতুন নীতি কী হতে পারে, তা নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন ববি।
শুক্রবার রাতে তিনি ঘুরে দেখেন ৭৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা। পরে হাইড রোড ধরে তারাতলা পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন ফিরহাদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*