ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ না দেওয়া নিয়ে এবার মমতাকে দুষলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, ‘অনুতাপের সঙ্গে দেখলাম মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব যেভাবে প্রধানমন্ত্রী, ভারত সরকারকে অপমান করেছেন, সেই নিন্দার ভাষা নেই। আজ সাংবাদিক বৈঠক করে অনেক অসত্য কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ওঁকে স্মরণ করাতে চাই, তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সংবিধান নাই মানতে পারেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব সংবিধানকে রক্ষা করা।
শুভেন্দু আরও বলেন, প্রধানমন্ত্রীকে এর আগেও অপমান করেছেন মমতা। কোভিড নিয়ে বৈঠকে যোগ দেননি। মুখ্যসচিবকে দিল্লিতে তলব করা নিয়ে অনেক কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পা ধারার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পা ধরতে হবে না। সংবিধান মেনে চলুন’। শুভেন্দু বলেন, ‘উনি পশ্চিমবঙ্গকে একটা দেশ ভাবছেন, আর সেই দেশের প্রধানমন্ত্রী তিনি। এই ভাবনা পাল্টাতে হবে। পশ্চিমবঙ্গ একটা রাজ্য। উনি সস্তার রাজনীতি করছেন’।
মমতাকে টার্গেট করে শুভেন্দু আরও বলেন, ‘বিরোধী দলনেতাকে অপমান করছেন। নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন। আপনার দু:খ, যন্ত্রণা আছে। একজন নির্বাচিত বিধায়ককে অপমান করার অধিকার আপনার নেই। আমি যেমন বিরোধী দলনেতা হিসেবে আপনাকে সম্মান জানাব, আপনিও তেমন সংবিধান মেনে চলুন। আপনি ভালো কাজ করলে সহযোগিতা করব’।
অন্যদিকে, শনিবারই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘কেন্দ্র সরকারের প্রতিহিংসা পরায়ণ মনোভাব। PMO থেকে আমাকে অপমান করা হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক টুইট করা হয়। আমার ও মুখ্যসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই টুইট করা হয়’। অন্যদিকে, মুখ্যসচিবকে বদলির নির্দেশ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হলেন মমতা। মোদীর উদ্দেশে মমতা এও বললেন, ‘আপনার পা ধরতেও রাজি’।
Be the first to comment