আমি আর বিজেপি নেতা নই, সদস্য মাত্রঃ তথাগত রায়

Spread the love

একুশের ভোটে বাংলায় বিজেপির বিপর্যয়ের পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে একের পর এক টুইট করে শোরগোল ফেলে দিয়েছিলেন তথাগত রায়। এবার কার্যত যেন আক্ষেপের সুর শোনা গেল তথাগতর গলায়। তথাগতবাবু বললেন, ‘আমি এখন আর বিজেপি নেতা নেই, সদস্য মাত্র’। তাহলে কি দলের প্রতি তার কোনও অভিমান রয়েছে? যদিও এই প্রসঙ্গে তাঁর সোজাসাপটা জবাব, ‘ক্ষোভ-অভিমানের জায়গা নেই। যেটা সত্যি, সেটাই বলেছি’।

এরপরই তাঁকে প্রশ্ন করা হয় একদা রাজ্য বিজেপি সভাপতি ছিলেন তো আপনি! একথা শোনামাত্রই তথাগতবাবু বললেন, ‘সেসব অতীত’। দলীয় নেতৃত্বের উপর যে সুরে সরব হতে দেখা গিয়েছে তথাগতকে, সেই প্রেক্ষিতে বিজেপি নেতার এই মন্তব্য রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

ভোটের মুখে তৃণমূলের নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে আগেই সুর চড়িয়েছিলেন তথাগত। সম্প্রতি বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন সোনালি গুহ, সরলা মুর্মুরা। এ নিয়ে এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন ওই বিজেপি নেতা। এই প্রসঙ্গে এদিন ফের তথাগত বলেন, ‘আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে। যেটা আন্দাজ করেছিলাম, ভয় পেয়েছিলাম, সেটাই হচ্ছে’। কেন এমনটা হচ্ছে? এই প্রশ্নের জবাব দিতে গিয়েই তথাগত বলেন, ‘দলের লোকেরাই বলতে পারবেন। আমি তো এখন আর বিজেপি নেতা নই। আমি সদস্য মাত্র’।

তথাগত আরও বলেন, ‘দিল্লিতে গিয়ে আমার বক্তব্য জানাতে বলা হয়েছিল। কোভিডের জন্য যেতে পারিনি। দলের হেরে যাবার কারণ সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করেছি। অর মধ্যে ভুল বোঝাবুঝির কোনও বিষয় নেই। যা বলার কেন্দ্রীয় নেতৃত্বকে জানাব’। উল্লেখ্য, ক’দিন আগেই টুইটারে তথাগত রায় লিখেছিলেন, ‘যা বলেছিলাম ঠিক তাই। কাছা খুলে যাদের বিজেপিতে স্বাগত করা হয়েছিল, যাদের খাতিরে বিজেপির বিশ-ত্রিশ বছরের পুরোনো কর্মীদের চরম উপেক্ষা করা হয়েছিল তারা সবাই এক এক করে তৃণমূলে ফিরে যাচ্ছে’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*