করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এল দেড় লক্ষের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ জন। এই সংখ্যক আক্রান্ত শেষবার ছিল ১১ এপ্রিল। অর্থাৎ প্রায় ৫০ দিন পর দেশের আক্রান্ত নেমে এল দেড় লক্ষের কাছাকাছি। কোভিডে দৈনিক মৃতের সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কমেছে। কিন্তু এখনও তা ৩ হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের।
রাজ্যে রাজ্যে আক্রান্ত কম হতেই দেশে দৈনিক আক্রান্ত কমতে শুরু করেছে। দেড় মাসেরও বেশি সময় পর মহারাষ্ট্রের আক্রান্ত ২০ হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬০০ জন। কর্নাটক এবং কেরলেও তা যথাক্রমে ২০ হাজার ৩৭৮ এবং ১৯ হাজার ৮৯৪ জন। দু’সপ্তাহেরেও বেশি সময় পর তামিলনাড়ুর দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নেমেছে।
Be the first to comment