রাজ্যের তরফে প্রকাশ্যে ঘোষণা করা না হলেও পরবর্তী মুখ্যসচিব হতে পারেন হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ এমনই কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে ৷ রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মুখ্যসচিব হিসাবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিন মাস বাড়ানো হয় ৷ কিন্তু কলাইকুণ্ডার ঘটনার দিনই দিল্লিতে তাঁকে বদলির ফরমান জারি করে কেন্দ্র। সেই নিয়ে টানাপোড়েন এখনও বিদ্যমান ৷
এই টানাপোড়েনের মাঝে পরবর্তী মুখ্যসচিবের নাম কার্যত চূড়ান্ত করাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ হরিকৃষ্ণ দ্বিবেদী বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে আসীন ৷ এর আগে তিনি অর্থ দফতরের প্রধান সচিব পদে ছিলেন ৷ তিনি ১৯৮৮ ব্যাচের আইএএস ক্যাডার ৷ অন্যদিকে আগামী ২০২৩ এর ৩০ জুন তিনি অবসর নেবেন। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব বর্তাতে পারে রাজ্যের বর্তমান সেচ সচিব নবীন প্রকাশের কাঁধে।
এদিকে, আজ মুখ্যসচিবকে ছাড়া হচ্ছে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে তিনি চিঠিতে অনুরোধ জানান, জনস্বার্থের কথা ভেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করা হোক । সুতরাং আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র যদি আইনি লড়াইয়ের পথে হাঁটে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে রাজ্য প্রশাসন। তাই আগেভাগে পরিস্থিতিতি সামাল দিতে পরবর্তী মুখ্যসচিবকে বেছে রাখতে চাইছে নবান্ন।
Be the first to comment