সৌজন্য দেখিয়েই প্রধানমন্ত্রীকে চিঠি, এটা ধারাবাহিক প্রক্রিয়াঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কেন্দ্রীয় সরকার প্রথমে চিঠি দিয়ে মুখ্যসচিবের বদলির নির্দেশ দিয়েছিল ৷ তাই সৌজন্যবশতই রাজ্যের তরফে সেই চিঠিরর জবাব দিয়েছেন তিনি ৷ আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহার করার আবেদন জানিয়ে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠির প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ দিন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সৌজন্য দেখিয়েই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি ৷

প্রসঙ্গত গত ২৮ মে রাতে রাজ্যের মুখ্যসচিবকে বদলির নির্দেশ পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রী এর আগে অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই মুখ্যসচিবকে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ এ দিন অবশ্য প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সুর অনেকটাই নরম ছিল ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের থেকে প্রথমে আমরা চিঠি পেয়েছি৷ তাই সৌজন্যবশতই তার জবাব দিয়েছি ৷ উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ৷’

তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ প্রসঙ্গে এখনও কেন্দ্রের তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি ৷ আলাপনবাবু মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাবেন কি না, সেই প্রশ্নের উত্তরও তিনি যথাসময়ে দেবেন বলে জানিয়েছেন মমতা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*