কোনও অনুষ্ঠানে যেতে হলে তার আগে সেই অনুষ্ঠানে কারা থাকছেন, তাঁদের সম্পর্কে ভালো করে জেনে বিচার-বিবেচনা করেই যেতে হবে, বিধায়কদের এমন নির্দেশই দিল তৃণমূল কংগ্রেস। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের উদ্দেশে বলা হয়েছে, কোনও অনুষ্ঠানে বিধায়করা গেলে সেই অনুষ্ঠানের আয়োজকদের সম্পর্কে বিশদে জানতে হবে, কারা এই অনুষ্ঠানে যাচ্ছে তার বিশদ খোঁজ নিতে হবে। তারপর সেই অনুষ্ঠানে যাওয়া যাবে।
তাহলে কি দেবাঞ্জন কাণ্ডের জেরেই এমন নির্দেশ তৃণমূলের? উল্লেখ্য, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জনের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে আসে। যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।দেবাঞ্জন প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ করে দিলীপ বলেছেন, ‘দেবাঞ্জন মহান ব্যক্তি, তার ছবি পুলিশ থেকে তৃণমূলের নেতা-মন্ত্রীর সঙ্গে পাওয়া গিয়েছে’। এর জেরে শাসকদলকে অস্বস্তিতে পড়তে হয় বলে চর্চা রাজনৈতিক মহলে।
যদিও দেবাঞ্জন কাণ্ডের সঙ্গে এই নির্দেশিকার কোনও যোগ নেই বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিভিন্ন ঘটনা ঘটে, সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে, দেবাঞ্জনের ঘটনাপ্রবাহের আবহে অনুষ্ঠানে যাওয়া নিয়ে দলীয় বিধায়কদের যে নির্দেশিকা দিল তৃণমূল কংগ্রেস, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বিধানসভায় যেতে গেলে বিধায়কদের পড়াশোনা করে আসতে হবে। বিধানসভায় লাইব্রেরী ব্যবহার করতে হবে। বিধায়কদের হোম ওয়ার্ক করে আসতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংবাদমাধ্যমের সামনে আলটপকা মন্তব্য করা থেকে বিরত থাকতে বিধায়কদের নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় নেতৃত্ব।
প্রসঙ্গত, আগামী ১০-১১ জুলাই কোভিড বিধি মেনে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরোধিতা করবে তৃণমূল। সমস্ত বিধায়কদের এই কর্মসূচিতে থাকতে বলা হয়েছে।
Be the first to comment