তুষার মেহতার অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

Spread the love

ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণ চেয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ পূর্ব ঘোষণা মতো, সোমবার রাষ্ট্রপতি ভবনে যান দলের প্রতিনিধিরা ৷ কথা বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ৷ সরাসরি তাঁর কাছেই সলিসিটর জেনারেলের অপসারণের দাবি জানান তাঁরা ৷

তাঁদের সাক্ষাতের কথা নিজের টুইটার হ্য়ান্ডেলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ পোস্ট করেছেন দলের তরফে দেশের সাংবিধানিক প্রধানকে দেওয়া তাঁদের দু’পাতার স্মারকলিপি ৷

আজ তুষার মেহতা ইস্যুতে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের ২ সাংসদ সুখেন্দুশেখর রায় ও মহুয়া মৈত্র। সুখেন্দুশেখর রায় বলেন, ‘আমরা আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কয়েকদিন আগে বিজেপির এক নেতা তুষার মেহতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই নেতা সারদা-নারদ-সহ একাধিককাণ্ডের সঙ্গে জড়িত। আমাদের কাছে খবর আছে, তুষার মেহতার বাসভবনে প্রায় আধঘণ্টা ছিলেন। পরে খবর সামনে আসার পর তুষার মেহতা জানান, তিনি ওই নেতার সঙ্গে দেখা করতে পারেননি। তবে এই ব্যাখ্যাতে আমরা সন্তুষ্ট নই। কারণ, সলিসিটার জেনারেলের অনুমতি ছাড়া ওই বিজেপি নেতা কীভাবে গেলেন?’

সুখেন্দুশেখরবাবুর আরও দাবি, এই নিয়ে দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন। তিনি তুষার মেহতার বাসভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি করেন। তবে এখনও সেই ফুটেজ প্রকাশ করা হয়নি। সুখেন্দুশেখরবাবুর অভিযোগ, তুষার মেহতা আইন ভেঙেছন। তিনি সারদা-সহ একাধিককাণ্ডে  সিবিআই-কে সাহ্যায্য করেন। তারপরও একজন অভিযুক্তের সঙ্গে ‘সাক্ষাৎ’ করলেন কেন? এই প্রশ্নগুলো তুলে রাষ্ট্রপতির কাছে তাঁরা গিয়েছিলেন ও তুষার মেহতার অপসারণের দাবি জানিয়েছেন। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*