মন্ত্রীসভার সম্প্রসারণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে মোদীর গুরুত্বপূর্ণ বৈঠক বাতিল

Spread the love

কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্য আজ সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে যে, সেই বৈঠক বাতিল করা হয়েছে ৷

মন্ত্রীদের পারফরম্যান্স কেমন ? ভবিষ্যতের নানা প্রকল্পের জন্য মন্ত্রীদের প্রস্তাব কী ? এমনই নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ বিকেল ৫টায় এনডিএ জোটের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৷ সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ছাড়াও ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ যোশি, পীযূষ গয়াল ও নরেন্দ্র সি তোমরের মতো শীর্ষস্থানীয় মন্ত্রীদের সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল ৷ গত দু’বছরে সরকারের কাজকর্মের খতিয়ান নিয়ে পর্যালোচনার জন্য গত ২০ জুন শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী ৷

বর্তমানে দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৫৩ জন মন্ত্রী আছেন ৷ তবে সেখানে থাকতে পারেন ৮১ জন মন্ত্রী অর্থাৎ মন্ত্রিসভায় এখনও ২৮ জনকে নেওয়া যেতে পারে ৷ দ্বিতীয় ইনিংসে এই প্রথম মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী ৷ পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন ও ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই তিনি যাবতীয় সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে ৷ নতুন মন্ত্রী হওয়ার দৌড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরস ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের নাম ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে ৷ তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে এখনও সংশয় রয়েছে ৷ ২০১৯ সালে বিজেপি তাদের একটি মন্ত্রক নেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে তা খারিজ করে দেয় জেডিইউ ৷

শিব সেনা ও শিরোমণি অকালি দল এনডিএ জোট থেকে বেরিয়ে আসায় এবং রামবিলাস পাসোয়ানের জীবনাবসানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বেশ কয়েকটি আসন খালি হয়েছে ৷ পাঁচ রাজ্যের আসন্ন ভোটের দিকে তাকিয়ে মন্ত্রিসভায় আঞ্চলিক ক্ষেত্রের মুখ তুলে ধরায় জোর দেওয়া হতে পারে বলে মত বিশেষজ্ঞদের ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, মন্ত্রিসভার সম্প্রসারণের আগে সরকারের সব মন্ত্রীদের কাজ খুঁটিয়ে দেখে পর্যালোচনা করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত পর্যালোচনা করা হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ, গ্রামোন্নয়ন, কয়লা ও খনি, পেট্রলিয়াম, আবাসন, রেল, পর্যটন, আদিবাসী উন্নয়ন, পশুপালন, সড়ক পরিবহণ, পরিবেশ, বন, স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের কাজ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*