পেরুকে বধ করে কোপার ফাইনালে নেইমাররা

Spread the love

গোল করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন ৷ পেরুকে হারিয়ে ব্রাজিলকে কোপা আমেরিকার ফাইনালেও তুললেন লুকাস পাকুয়েতা ৷ তাঁর একমাত্র গোলে প্রত্যাশামতোই কোপা আমেরিকার ফাইনালে পা রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ আগামীকাল আর্জেন্টিনা বনাম কলম্বিয়া সেমিফাইনালের ম্যাচ রয়েছে ৷ রবিবাসরীয় মারাকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি কে হবে তা আগামীকালই স্পষ্ট হয়ে যাবে ৷

গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যে কোপার ফাইনালে উঠছে তা একপ্রকার প্রত্যাশিতই ছিল ৷ গ্রুপ পর্বে এই পেরুকে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ৷ সেমিফাইনালেও প্রথম থেকেই পেরুর উপর কর্তৃত্ব ফলিয়েছে সেলেকাওরা ৷ ম্যাচের প্রথম থেকেই নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে ৷ প্রথম ৩০ মিনিটে দুটি দলই একাধিক সুযোগ তৈরি করে ৷ কিন্তু গোলের খাতা খোলার সৌভাগ্য হয় একমাত্র ব্রাজিলের ৷ ৩৫ মিনিটের মাথায় পেরুর বক্সে ঢুকে পড়া নেইমারকে ছেঁকে ধরে পেরুর তিনজন রক্ষণভাগের খেলোয়াড় ৷ কিন্তু তিনজনকে ফাঁকি দিয়ে বল লুকাস পাকুয়েতার দিকে বাড়িয়ে দিতে সক্ষম হন ব্রাজিলের বর্তমান প্রজন্মের এই সেরা ফুটবলার ৷ তারপর আর কী ৷ পেরুর ফাঁকা গোলপোস্টে বল জড়াতে দেরি করেননি পাকুয়েতা ৷ কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও গোল করলেন পাকুয়েতা ৷

দ্বিতীয়ার্ধে পেরুর কাছে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ ছিল ৷ সমতায় ফেরার লক্ষ্যে আক্রমণে ঝড় তোলার চেষ্টা করে তারা ৷ কিন্তু সফল হয়নি ৷ কিন্তু ম্যাঞ্চেস্টার সিটির এডারসন স্যান্টেনার কল্যাণে সেটা আর হয়নি ৷ দ্বিতীয়ার্ধে পেরুর স্ট্রাইকার গিয়ানচুলা লাপাদুলার গোলমুখী শট আটকে দিয়ে ব্রাজিলের লিড বজায় রাখেন এডারসন ৷

চোটগ্রস্ত নেইমারের অনুপস্থিতিতে বছর দুয়েক আগে এই পেরুকে কোপার ফাইনালে হারিয়েছিল ব্রাজিল ৷ ম্য়াচটি ৩-১ ব্যবধানে জিতেছিল তারা ৷ ২০২১-এর সেমিফাইনালেও ব্রাজিলের বিরুদ্ধে হতাশ হতে হল পেরুকে ৷ ১১ জুলাই অর্থাৎ রবিবার ফাঁকা গ্যালারির সামনে দক্ষিণ আমেরিকার সেরা হওয়ার লড়াইয়ে নামবে নেইমরাররা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*