দ্বিতীয় ঢেউ সামলে অনেকটাই সুস্থ রাজ্য। দৈনিক সংক্রমণ হাজারের নীচে নামলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ফের সামান্য বাড়ল। ডেল্টা প্লাস-এর চোখ রাঙানির মধ্যেও বহু মাস পর দৈনিক সংক্রমণ নামল হাজারের নীচে। উদ্বেগ জাগানো জেলাগুলিতেও এক ধাক্কায় অনেকটাই নামল সংক্রমণ। তবুও দৈনিক পরিসংখ্যানের ঊর্ধ্বগামী সূচকে চিন্তা বাড়ছে। উদ্বেগ পশ্চিম মেদিনীপুর নিয়েও।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬২ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭৫ জন। সোমবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৫ জন।
এই মুহূর্তে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ০৭ হাজার ২৪১। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ১৩২। মোট মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ৮৩৪। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭ হাজার ২৭৫। রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৭ শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ।
Be the first to comment