রমেশ পোখরিয়ালের পর মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

Spread the love

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের পর এবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়লেন আরও এক হেভিওয়েট। নিজের পদ থেকে থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। 

আজ বুধবার, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ সন্ধে ছ’টা নাগাদ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে মোদি সরকারের নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন। সেই সম্ভাবনাই জোরদার হয়ে গিয়েছে এতজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনায়।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বর্তমানে ২৯টি পদ ফাঁকা রয়েছে। যার মধ্যে ১৭ থেকে ২২ জন নতুন মুখ এবারের রদবদলে আসতে পারেন। যার মধ্যে পূর্ণমন্ত্রীর পদ পেতে পারেন ছয় জন। এই তালিকায় মধ্যপ্রদেশের নেতা বিজেপির রাজ্যসভার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ সুশীল মোদি, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ নারায়ণ রানের নাম রয়েছে।

এর পাশাপাশি এনডিএ শরিক নীতীশ কুমারের জেডিইউ এবং প্রয়াত রামবিলাস পাসওয়ানের দল এলজেপি থেকে একজন করে পূর্ণমন্ত্রী করা হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে ভারসাম্য রক্ষা করে জায়গা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেই জানা গিয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আগামী বছরের নির্বাচনমুখী রাজ্যগুলি, বিশেষ করে উত্তরপ্রদেশের উপর। সেখানে বিজেপির শরিক দল আপনা দলের লোকসভার সাংসদ অনুপ্রিয়া প্যাটেলের নাম রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*