উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন । চাকরিপ্রার্থীদের নাম ও প্রাপ্ত নম্বর দিয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ওয়েবসাইটে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে ।
এসএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে (www.westbengalssc.com) প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিলেই খুলে যাবে নাম ও প্রাপ্ত নম্বর । প্রসঙ্গত, কিছুদিন আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, পুজোর আগেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে ৷ সেই সঙ্গে প্রাথমিকে সাড়ে দশ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দফতর । সেই ঘোষণা মতোই আজ এসএসসি-র চাকরি প্রার্থীদের নাম ও নম্বর প্রকাশ করল কমিশন।
Be the first to comment