বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হল কলকাতা এবং দুই ২৪ পরগনায়। এদিন সকালেই বজ্রপাতের সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় রাজ্যের একাধিক জায়গায়। বৃহস্পতিবার দুপুর হতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় কলকাতা এবং হাওড়ার কয়েকটি অঞ্চলেও। ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করে সংলগ্ন এলাকায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন পশ্চিম বর্ধমানের কিছু অঞ্চল, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও মুষলধারায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। ওই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বৃষ্টির জেরে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। সাময়িকভাবে গরম কমবে ঠিকই। তবে বরং ভ্যাপসা গরমের পরিস্থিতি বজায় থাকবে শহরে। মৌসম বিভাগ জানিয়েছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছোঁবে। তবে বৃষ্টির জেরে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির কাছাকাছি।
Be the first to comment