বাবুল-দেবশ্রী রাজ্যকে কী দিয়েছেন, হিসেব চানঃ কুণাল ঘোষ

Spread the love

নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বাংলার চার সাংসদ। কিন্তু, বাদ পড়েছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী। এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মোদী সরকারের আমলে গত সাত বছরে এখনও বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। এ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই প্রেক্ষাপটে এবার ফের সরব হলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

বৃহস্পতিবার টুইটারে কুণাল লিখেছেন, ‘দামি মানিব্যাগে রাখলেই অচল পয়সা কি আর সচল পয়সা হয়?’ পাশাপাশি বাবুল-দেবশ্রীদের নাম নিয়ে কুণালের বক্তব্য, ‘বাবুল, দেবশ্রী রাজ্যকে কী দিয়েছেন, হিসেবটা চান’। টুইটারে কুণাল লিখেছেন, ‘পূর্ণমন্ত্রী নন, বাংলা থেকে চার রাষ্ট্রমন্ত্রী। তাঁদের মন্ত্রিত্বের শুভেচ্ছা। তবে দামি মানিব্যাগে রাখলেই অচল পয়সা কি আর সচল পয়সা হয়? বাবুল, দেবশ্রী রাজ্যকে কী দিয়েছেন, হিসেবটা চান। বুঝবেন নতুনদের এই স্বান্ত্বনা পুরস্কারের দাম কতটুকু। ভোটের যে অঙ্কে এই খেলা, সে অঙ্ক মিলবে না।’

বুধবার এই ইস্যুতে দিলীপ ঘোষকে নিশানা করে কুণাল টুইটারে লিখেছিলেন, ‘ওওওওও দিলীপবাবু, বাংলা থেকে এবারও পূর্ণমন্ত্রী করা হল না। এটা কি বঞ্চনা নয়? তৃণমূল বাংলাকে পূর্ণমন্ত্রী দিয়েছে। কংগ্রেসও অতীতে দিয়েছে। এখনও সম্মানে লাগছে না? আপনাদের দিল্লির নেতারা দাদাগিরি করতে আসেন। কিন্তু বাংলাকে সম্মান দিতে রাজি নন। আপনি প্রতিবাদ করবেন না?’। যদিও BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেছেন, ‘কবে চারজনকে মন্ত্রী করা হয়েছে। এবার করা হল। আমরা খুশি’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*