ফের একবার হাজারের নীচেই রইল রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার কোনও জেলাতেই সংক্রমণ ১০০ পেরোয়নি। বুধবারের তুলনায় টেস্ট বাড়লেও সংক্রমণে আহামরি কোনও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না।
অন্যদিকে, আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে নামলেও সংক্রমণের শীর্ষে এখনও রয়েছে পশ্চিম মেদিনীপুর। যে কারণে জেলার বেশ কয়েকটি জায়গাকে চিহ্নিত করে মাইক্রো কন্টেনমেন্টে জোনে পরিণত করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যে নতুন করে ৯৯৫ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। একই সময়ের মধ্যে ৪৯ হাজার ৮৪২ টি নমুনা পরীক্ষা হয়েছে।
এছাড়াও একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৪৯০ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৬ হাজার ১৪৩। সুস্থতার হার বেড়ে ৯৭.৭৫ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২ শতাংশ। পশ্চিম মেদিনীপুর বাদে উত্তর ২৪ পরগনা, দার্জিলিং ও কলকাতার দৈনিক সংক্রমণ ৯০-এর কাছাকাছি। একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে।
Be the first to comment