ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর এবার যথেষ্টই সতর্ক প্রশাসন। ভ্যাকসিনকে কেন্দ্র করে যাতে আর কোনও বিতর্ক দানা না বাঁধে, তাই এবার আসানসোলের প্রশাসক মণ্ডলীর সদস্য তাবাসুম আরার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে পুর প্রশাসন। পুর প্রশাসনের তরফে তাবাসুমের পুরনিগমে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, তিনি পুরনিগমের গাড়ি ব্যবহার করতে পারবেন না।
উল্লেখ্য, কিছুদিন আগেই প্রশিক্ষণ ছাড়াই এক মহিলাকে ভ্যাকসিন দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তাবাসুম। ইতিমধ্যে পুরনিগমের বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুমকে শোকজ নোটিশ ধরানো হয়েছিল। গত মঙ্গলবার সেই শোকজ নোটিশের জবাব জমা দিয়েছেন তিনি। জবাবে তাঁর এই ধরনের কাজের সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন তাবাসুম।
সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ না হয়, সে বিষয়ে খেয়াল রাখবেন তিনি। বিদায়ী মেয়রের শোকজের জবাবের প্রেক্ষিতে কিছুদিনের মধ্যে পুরনিগমে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাবাসুমের ওপর যাবতীয় নিষেধাজ্ঞা জারি থাকবে বলে পুরনিগমের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, পুরনিগম সূত্রে জানা গিয়েছে, গত শনিবার কুলটির নিয়ামতপুরের চবকায় এক যৌনকর্মীকে প্রশিক্ষণ ছাড়াই ভ্যাকসিন দেন বিদায়ী ডেপুটি মেয়র তবস্সুম আরা। এই ঘটনাকে কেন্দ্রকে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে, কীভাবে একজন প্রশাসকমণ্ডলীর সদস্য কোনও প্রশিক্ষণ ছাড়াই একজনকে ভ্যাকসিন দিল। সেদিনই তাঁকে শোকজের নোটিশ পাঠান পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়।
এদিকে পুরনিগমের এই ঘটনায় শোকজের চিঠি পাঠানো হয়েছিল এক চিকিৎসক ও দুই নার্সকে। তাঁদের সেই শোকজের চিঠির জবাব পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশ্বিনী কুমার মাজির কাছে জমা পড়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক গোটা ঘটনার একটি রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দফতরকে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে।
Be the first to comment