গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদন মিত্রের

Spread the love

হলুদ পাঞ্জাবী, সাদা পায়জামা, সাদা-কালো স্নিকার আর কালো সানগ্লাস ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে সওয়ার মদন মিত্র। বৃহস্পতিবারও পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেমে সেই ছটফটে মদনকেই চাক্ষুষ করলেন কামারহাটির মানুষ ৷

পেট্রলের দাম প্রতি লিটারে ১০০ ছাড়িয়েছে ৷ ডিজেলও সেঞ্চুরি হাঁকানোর পথে ৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার ৷ আগুন জ্বলছে গৃহস্থের হেঁসেলে ৷ পরিস্থিতির জন্য কেন্দ্রের মোদি সরকারকেই দায়ী করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ দিকে দিকে চলছে প্রতিবাদ কর্মসূচি ৷ বুধবারই সাইকেল চালিয়ে সিঙ্গুরের বাড়ি থেকে কলকাতায় বিধানসভা পর্যন্ত পৌঁছন মন্ত্রী বেচারাম মান্না ৷ দু’চাকায় পাড়ি দেন প্রায় ৩৮ কিলোমিটার ৷ তার পরদিনই আসরে নামে মদন ৷ নিজের ক্য়ারিশমাতেই ছাপিয়ে যান দলীয় সহকর্মীকে ৷

মদন কামারহাটির বিধায়ক ৷ প্রতিবাদের মঞ্চ হিসাবে তাই নিজের বিধানসভা এলাকাকেই বেছে নেন তিনি ৷ দলবল নিয়ে নামেন রাস্তায় ৷ বেলঘড়িয়া থেকে রথতলা মোড় পৌঁছতে প্রথমে সাইকেল ও পরে গরুর গাড়িতে সওয়ার হন তিনি ৷ গলায় আগাগোড়া ঝোলানো ছিল একটি ছোট ব্য়ানার ৷ তাতে পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবিও ছিল ৷ যে ভঙ্গিতে শহরের রাস্তায় সাইকেল চালালেন মদন, তাতে কে বলবে তিনি ৬০ পেরিয়ে গিয়েছেন ! তাঁর ডায়ে, বাঁয়ে, পিছে তখন মানুষের গিজগিজে ভিড় ৷

তবে এখানেই শেষ নয় ৷ প্রতিবাদের পরবর্তী রাস্তাটুকু ছিল আরও নাটকীয় ৷ মদনের জন্য আগে থেকেই দাঁড় করানো ছিল গরুর গাড়ি ৷ এবার তাতেই চড়ে বসেন মদন ৷ হাতে একটা খেটো বাঁশ ৷ দূর দেখলে বাঁশি বলে ভ্রম হতে পারে ! এরপর গাড়িতে বসেই সাংবাদিকদের বাইট দেন তিনি ৷ শেষবেলায় গরুর গাড়িতে দাঁড়িয়েই মাইক হাতে ভাষণও দেন একটা ৷ আগাগোড়া আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে ৷ তাতে হাততালির বন্যা বয়ে যায় ৷

https://www.facebook.com/MadanMitraofficial/videos/3855936917878852/

পরে এই প্রতিবাদ কর্মসূচির আগাগোড়া নিজের ফেসবুক অ্য়াকাউন্টে পোস্ট করেন মদন ৷ লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকারের শোষণনীতি ও পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেলঘড়িয়া-রথতলা মোড় থেকে সাইকেল চালিয়ে ও গরুর গাড়ি চড়ে প্রতিবাদ মিছিলের কিছু মুহূর্ত’’ ৷ তবে যে তথ্যগুলি সেখানে লেখা ছিল না, তা হল, গরুর গাড়িটা চালাচ্ছিলেন কে ? তাঁর নাম কি ‘‘বংশীবদন’’ ? মদন কি সম্পর্কে তাঁর ‘‘ভাগ্নে’’ হন ? গরুর গাড়িটি কি ‘‘কুমোর পাড়া’’ থেকে আনা হয়েছিল ?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*