PAC-এর চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে বিধানসভার সব কমিটির শীর্ষ পদ ছাড়ছে বিজেপি

Spread the love

মুকুল রায়ের নাম PAC চেয়ারম্যান হিসেবে ঘোষণা হতেই খড়গহস্ত বিজেপি শিবির। স্পিকার মুকুলের নাম ঘোষণা করতেই তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী বিধায়করা। অধিবেশন ওয়াক আউট করার পাশাপাশি বড় সিদ্ধান্ত নেন তাঁরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন বিধানসভার বাকি সবকটি কমিটির শীর্ষ পদ থেকে পদত্যাগ করবেন তাঁরা।

ইতিমধ্যেই PAC বাদে বাকি কমিটিগুলিতে বিজেপি প্রস্তাবিত বিধায়কদের নামই চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু, সেই পদগুলি গ্রহণ করতে অনিচ্ছুক তাঁরা। ফলে সরকারের সঙ্গে এবার বিধানসভার অন্দরেই সরাসরি সংঘাতের পথে হাঁটল বিরোধী দল।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বলেন, ‘বিধানসভার কোনও কমিটিতেই চেয়ারম্যান পদে থাকবেন না বিজেপি বিধায়করা। সংসদীয় রীতি অনুযায়ী PAC চেয়ারম্যান হওয়ার কথা বিরোধী দলের বিধায়কের। সরকারের খরচের হিসেব নেওয়ার অধিকার বিরোধীদের আছে। কিন্তু দেশের সংসদীয় ব্যবস্থার ইতিহাসে প্রথম সেই রীতি ভাঙা হল।’ তবে স্থায়ী কমিটি এবং হাউস কমিটিগুলির চেয়ারম্যান পদ প্রত্যাখ্যান করলেও সদস্য পদে বিজেপি বিধায়করা থাকবে বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

শুভেন্দু আরও জানিয়েছেন, দলত্যাগী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আগামী ১৬ জুলাই স্পিকার শুনানি করবেন। তিনি বলেন, ‘আমিও শুনানিতে হাজির থাকব। গত বিধানসভায় এক বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে শুনানি শেষই হয়নি। এ বার তা হতে দেব না।’

উল্লেখ্য, বিধানসভায় মোট কমিটির সংখ্যা ৪০। ২০১৬ সালে যার মধ্যে ১৪টি কমিটি পেয়েছিল তৎকালীন বিরোধী বাম-কংগ্রেস। তাদের প্রাপ্ত মোট আসনের সংখ্যা ছিল ৭৭। তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপিও এ বছর বিধানসভা ভোটে একই সংখ্যক আসনে জেতে। কিন্তু এবার বিধানসভা বাম-কংগ্রেস শূন্য হওয়ায় একাধিক কমিটি একমাত্র বিরোধী দলের মধ্যে ভাগ করতে নারাজ শাসকদল। বিজেপি চেয়েছিল PAC চেয়ারম্যান করা হোক বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে। এখন বাকি ৮টি কমিটির চেয়ারম্যান পদেও কোনও দলীয় প্রতিনিধি রাখতে চায় না বিজেপি। এমনকী এই ইস্যুতে আগামীদিনে আইনি পদক্ষেপ নেওয়ার পথেও হাঁটা হতে পারে বলে পদ্মশিবির সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*