দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে তিন হাজার। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ রুখতে ফের লকডাউনের মেয়াদ বাড়াল তামিলনাড়ু সরকার। আগামী ১৯ জুলাই অবধি লকডাউন বাড়ানোর ঘোষণা করল স্ট্যালিনের সরকার।
আন্তঃরাজ্য বাস পরিষেবা (সরকারি এবং বেসরকারি), সিনেমা হল, বার-পাব, সুইমিং পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক এবং সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ রাখা হবে শিক্ষাক্ষেত্র এবং চিড়িয়াখানা। নয়া গাইডলাইনটি আগামী ১২ জুলাই থেকে কার্যকরী হবে। বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জনকে আমন্ত্রণ করা যাবে। শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে ২০ জনকে আমন্ত্রণ করা যাবে।
এদিকে দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। আগে রাত আটটা অবধি দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এবার থেকে রাত ন’টা অবধি খোলা থাকবে দোকান-বাজার। পাশাপাশি রাত ন’টা অবধি হোটেল, চায়ের দোকান, রাস্তার পাশের ছোট দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়েই দোকান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুদুচেরি অবধি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের প্রশাসন। আগেই রাজ্যে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। তবে মোট সংখ্যার মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়েই চালাতে হচ্ছে বাস। IT সেক্টরের অফিসগুলিও খুলে গিয়েছে। সেক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ চলছে।
উল্লেখ্য, শুক্রবার অবধি তামিলনাড়ুতে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার। পরীক্ষাও চলছে পুরোদমে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দেড় লাখের রাজ্যবাসীর RT-PCR টেস্ট হচ্ছে ওই রাজ্যে। মহামারি শুরুর পর মোট ২৫ লাখ ১৩ হাজার জন করোনা পজিটিভ হয়েছেন তামিলনাড়ুতে।
Be the first to comment