মন্ত্রিসভা ও মন্ত্রী পরিষদে রদবদল ও সম্প্রসারণের পরে বিজেপির সংগঠনেও এ বার রদবদল করতে হবে। কারণ, ভূপেন্দ্র যাদবের মতো সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা মন্ত্রিসভায় চলে গিয়েছেন। আবার রবিশঙ্কর, জাভড়েকরের মতো প্রায় এক ডজন নেতা মন্ত্রিসভা থেকে বাদ গিয়েছেন।
তাঁদের কোনও পদ দেওয়া হলেও বাস্তবে কতখানি দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিজেপি নেতারা মনে করছেন, সবাইকে না হলেও কয়েকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। বিজেপির একটি সূত্রের দাবি, দেবেন্দ্র ফডণবীসের মতো কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আধ ডজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে সংগঠনে গুরুদায়িত্ব দেওয়া হতে পারে। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকেও তাঁর নিজের রাজ্য দিল্লিতে কোনও দায়িত্বে দেখা যাতে পারে।
Be the first to comment