বজ্রপাতে উত্তরপ্রদেশ ও রাজস্থানে মৃত ৬১, পরিবারপিছু ক্ষতিপূরণ ৫ লাখ টাকা

Spread the love

উত্তরপ্রদেশ ও রাজস্থানে বজ্রপাতে প্রাণ গেল অন্তত ৬১ জনের ৷ জখম হয়েছেন বেশ কয়েকজন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে যে, উত্তরপ্রদেশে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪১ জনের এবং রাজস্থানে প্রাণ গিয়েছে ২০ জনের ৷

রবিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, কৌশাম্বি, ফতেহপুর ও ফিরোজাবাদ জেলায় বাজ পড়ে মৃত্যু হয় ৪১ জনের ৷ সর্বাধিক ১৪ জনের মৃত্যু হয়েছে প্রয়াগরাজে ৷ কানপুর ও ফতেপুরে ৫ জন করে মারা গিয়েছেন ৷ কৌশাম্বিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের ৷ আর ফিরোজাবাদ, উন্নাও ও রায়বরেলিতে ২ জন করে মারা গিয়েছেন ৷ হার্দোই ও ঝাঁসিতে একজন করে বাজের বলি হয়েছেন ৷ এ ছাড়াও আরও মৃত্যুর খবর এসেছে অন্যান্য এলাকা থেকে ৷

বজ্রপাতে এত মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি ৷ বৃষ্টিজনিত কারণে মৃতদের পরিবারকে যথাযথ সাহায্যের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি ৷

রাজস্থানেও বজ্রপাত কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ ৷ রবিবার জয়পুর, ঢোলপুর, কোটা, চাকসি ও ঝালাওয়ারে বাজ পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে শিশু রয়েছে ৮টি ৷ জখমও হয়েছে অনেকে ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ জয়পুরে আম্বার কেল্লার কাছে পাহাড়ে সেলফি তোলার সময় বাজ পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে ৷ উদ্ধারকাজ এখনও চলছে ৷

বাজ পড়ে মৃত্যুর ঘটনায় শোকাহত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ তিনি মৃতদের পরিবারপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ টুইটারে তিনি লেখেন, “কোটা, ঢোলপুর, ঝালাওয়ার, জয়পুর ও বারণে বাজ পড়ে যে এত জনের মৃত্যু হয়েছে তা খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যের ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ ঈশ্বর তাদের শক্তি দিন ৷ মৃতদের পরিবারগুলিকে অবিলম্বে সাহায্যের জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ৷”

বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*