বঙ্গ বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর এই প্রথম দুই প্রেসিডেন্টের বৈঠক হতে চলেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে আজই সম্ভবত বৈঠক হতে পারে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। নাড্ডার ডাকে শনিবারই দিল্লি উড়ে গিয়েছেন দিলীপ।
রবিবারই দিলীপের সঙ্গে নাড্ডার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, রবিবার নাড্ডার সঙ্গে কথা হয়নি দিলীপের। সারাদিন নর্থ অ্যাভিনিউয়ের বাড়িতে বসেই থাকতে হয় দিলীপকে। দিলীপের সঙ্গে নাড্ডার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হবে পরের বছর। তার আগে দলীয় স্তরে সাংগঠনিক রদবদল করা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা পদে বদল করা হতে পারে বলে জল্পনা চলছে বিজেপির অন্দরে। এই প্রেক্ষিতে দিলীপকে দিল্লিতে যেভাবে ডেকে পাঠানো হল, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। নাড্ডার সঙ্গে বৈঠক প্রসঙ্গে দিলীপ বলেছেন, ‘নাড্ডাজি কী জানতে চান, দেখি। যা জানতে চাইবেন, সবই জানাব’।
এদিকে, সম্প্রতি বিজেপির একাধিক নেতা দিলীপ ঘোষের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষের সঙ্গে তাঁর মতানৈক্যের কথা নিজে মুখেই ফাঁস করেছেন সৌমিত্র। এদিকে, তৃণমূল থেকে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায় বারংবার যেভাবে পদ্মশিবিরের সমালোচনায় সরব হচ্ছেন, তাতে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে কিনা সে নিয়েও জল্পনা চলছে রাজ্য বিজেপিতে। এই প্রেক্ষাপটে নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠক রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment