উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ২২ জুলাই

Spread the love

অপেক্ষার অবসান। ২২ জুলাই ঘোষিত হবে চলতি বছরের উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট। করোনা সংক্রমণের ধাক্কায় এবছরের মতো বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রী বছর যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ তারিখ ফলাফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

২২ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দুপুর তিনটেয় ফল প্রকাশ করবেন সংসদ সভাপতি। ওইদিন বিকেল ৪টে থেকে ওয়েবসাইট, এসএমএস অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এর একদিন পর, অর্থাৎ ২৩ তারিখ সকাল থেকেই স্কুলে গিয়ে রেজাল্ট নেওয়া যাবে। তবে সেক্ষেত্রে কোভিড বিধি পালনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কাউন্সিল সূত্রে খবর, রেজাল্টের সঙ্গেই অ্যাডমিট কার্ডও দেওয়া হবে পরীক্ষার্থীদের। অনলাইনে রেজাল্ট নেওয়ার জন্য রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে পড়ুয়াদের।

কোথায় এবং কীভাবে দেখা যাবে ফলাফল? 

রেজাল্ট দেখার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হয়েছে কাউন্সিলের পক্ষ থেকে। https://wbresults.nic.in/ , https://www.exametc.com/ , https://www.results.shiksha/west-bengal/wbchse/ , http://www.indiaresults.com/ , এই ওয়েবসাইটগুলিতে গেলে সহজেই দেখতে পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া এসএমএস-র মাধ্যমেও ফলাফল জানা যাবে উচ্চ মাধ্যমিকের। WB12 লিখে একটি স্পেস দিয়ে ‘রোল নম্বর’ লিখে তা পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে। তা হলে, ফোন নম্বরেই চলে আসবে বিস্তারিত ফলাফল।

তবে  বিজ্ঞপ্তি সংসদের পক্ষ থেকে জানানো হয়, ‘রোল নম্বর’ নয়, এসএমএস করে রেজিস্ট্রেশন নম্বর পাঠালেই রেজাল্ট চলে আসবে মোবাইলে।

চলতি বছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনার কারণে সেই পরীক্ষা ভেস্তে যাওয়ায় অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন ধরনের প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে এবং কলেজে ভর্তির ক্ষেত্রে যাতে উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের সমস্য়া না হয়, সেই কারণেই এ বছর উচ্চ মাধ্যমিকের ফলাফল আগে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*