মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের ঘটনা দুঃখজনকঃ শুভেন্দু অধিকারী

Spread the love

সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে খুন হন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অসীম দাস। ঘটনার পর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এবার সেই বিষয়ে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের সাংগঠনিক জেলা সদর দফতরে একটি বৈঠক যোগ দেন তিনি। সেখানেই শুভেন্দুবাবু বলেন, “যে কোনও মৃত্যুই দুঃখজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপিই এই খুন করেছে বলে অভিযোগ করা হচ্ছে। এটা একেবারেই সঠিক নয়। গোটা ঘটনার তদন্ত করেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

শুভেন্দুর আরও অভিযোগ, “পুলিশ আর তৃণমূল কংগ্রেস সমার্থক হয়ে গিয়েছে। তৃণমূল বলেছে তাই পুলিশ গ্রেফতার করছে।” পাশাপাশি তিনি দাবি করেন, “রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। সপ্তাহে চারদিন নবান্ন বন্ধ থাকে স্যানিটাইজেশনের নামে। তাই রাজ্যে ভুয়ো সিআইডি-সিবিআই আধিকারিক ধরা পড়ছে।” বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছে বিজেপি। এবারও সেই বিষয়ে বার্তা দেন শুভেন্দুবাবু।

পাশাপাশি রাজ্যে বিধানসভা নির্বাচনের পরে এখনও অনেকে ঘরছাড়া রয়েছে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। হাইকোর্ট, মানবাধিকার কমিশনের নির্দেশ মানে না । যে পুলিশ আধিকারিকরা দলদাস হিসেবে কাজ করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলেও উল্লেখ করেন বিধানসভার বিরোধী দলনেতা । নিজের দেহরক্ষীর মৃত্যু ঘটনার সিআইডি তদন্তের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন । উনিই ভাল বলতে পারবেন ।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*