প্রশান্ত কিশোর কি তবে কংগ্রেসে যোগ দিচ্ছেন? মঙ্গলবার রাহুল-সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পরই ভোট কুশলীকে নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। জল্পনা ওঠে পিকে এবার যোগ দিচ্ছেন হাত শিবিরে। মিশন ২০২৪-এর টার্গেট নিয়ে তাঁকে দলে স্বাগত জানাচ্ছেন গান্ধী পরিবার? এই জল্পনাই যেন আর বেশ খানিকটা উস্কে দিল রাহুল ঘনিষ্ঠ নেত্রীর টুইটার পোস্ট।
কী লিখলেন কংগ্রেস নেত্রী অর্চনা ডালমিয়া?
বুধবার নিজের টুইটারে অর্চনা ডালমিয়া লেখেন, ‘কংগ্রেস পরিবারে প্রশান্ত কিশোরকে স্বাগত জানাচ্ছি।’ কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টটি ডিলিট করে দেন ওই নেত্রী।
উল্লেখ্য, রাজনৈতিক মহলের খবর রটে যায়, পঞ্জাব ও উত্তরপ্রদেশে ভোটের জন্য কংগ্রেস প্রশান্ত কিশোরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে। আর সেই কারণেই মঙ্গলবার রাহুলের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করে কংগ্রেস হাইকমান্ড। কিন্তু এদিন অর্চনা ডালমিয়ার এই টুইট পিকের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে ফের নয়া জল্পনা তৈরি করল। তবে কি কেবলমাত্র ভোট কুশলী নয়, আগামীদিনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হাত শিবিরের হয়ে সম্মুখ সমরে নামতে চলেছেন পিকে?
মঙ্গলবারের এই বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিশেষত, পঞ্জাব, উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে এই বৈঠক নতুন কোনও ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাহুলের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধীও। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। ছিলেন শীর্ষনেতা কেসি ভেনুগোপালও। রাহুল-প্রিয়ঙ্কা-পিকের বৈঠকে ছিলেন পঞ্জাবে কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াতও। রাহুল গান্ধীর বাসভবনেই এই বৈঠক হয়।
Be the first to comment