রাজ্যের দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী, মৃত্যু হলো আরও ১৪ জনের

Spread the love

ধীরে ধীরে স্বস্তি ফিরছে বাংলায়। এদিন আরও খানিকটা নামল রাজ্যের দৈনিক সংক্রমণের গ্রাফ। রাজ্যের করোনা সংক্রমণ রিপোর্ট সন্তোষজনক হলেও পুরোপুরি স্বস্তি দিচ্ছে না কয়েকটি জেলার করোনা পরিস্থিতি ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩১ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১১৬১ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৩ হাজার ৮৪৫। মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮২ হাজার ৯০৪। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৯৫৮। এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ হাজার ৯৮৪। রাজ্যের মধ্যে শঙ্কা কয়েকটি জেলার পরিস্থিতি নিয়ে। তার মধ্যে শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।

রাজ্যে সবথেকে বেশি আক্রান্তের নমুনা মিলেছে উত্তর ২৪ পরগণা থেকেই। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। ২৪ ঘণ্টায় সংক্রমণ সামান্য বেড়েছে কলকাতায়। মঙ্গলবার কলকাতায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। শঙ্কা জাগাচ্ছে পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি। ২৪ ঘণ্টায় এক লাফে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮৩-তে।

অন্যদিকে, করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল। আগামী ৩০ জুলাই পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। তবে এবার মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। শনি ও রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন পরিষেবা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*