ছ’টি নতুন মেডিক্যাল কলেজে মোট ১৪৬৮টি পদ তৈরি

Spread the love

রাজ্যে যে-ছ’টি নতুন মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত হয়েছে, সেই সব প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের জন্য মোট ১৪৬৮টি পদ তৈরি করা হল। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সব পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এখন রাজ্যে সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে ১৯টি। তার সঙ্গে নতুন ছ’টি যুক্ত হলে সংখ্যাটি দাঁড়াবে ২৫। স্বাস্থ্য শিবিরের আধিকারিকেরা জানাচ্ছেন, আরামবাগ, তমলুক, বারাসত, ঝাড়গ্রাম, উলুবেড়িয়ায় মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য প্রশাসন। পরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংযোজিত হয়েছে।

স্বাস্থ্য শিবির জানায়, প্রতিটি নতুন মেডিক্যাল কলেজে ১০০ আসন থাকবে পড়ুয়াদের জন্য। স্বাস্থ্য শিবিরের এক আধিকারিক বলেন, “রাজ্যে প্রশাসনের এই পদক্ষেপে আরও বেশি মাত্রায় মেডিক্যাল শিক্ষার প্রসার ঘটবে। বেশি টাকা খরচ করে দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের ভিন রাজ্যে বা অন্যত্র পড়তে যেতে হবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*