না রাষ্ট্রপতি হতে চাই, ২০২৪ নিয়ে কিছুই ভাবিনি, জল্পনার মাঝেই দাবি শরদ পাওয়ারের

Spread the love

তিনি রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেনই না। জোর জল্পনার মাঝেই মুখ খুললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এই বিষয়ে তিনি বলেন, ‘এটা পুরো ভুল খবর যে আমি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হব। আমি জানি এর ফল কী হতে চলেছে। যেই দলের কাছে ৩০০ জনের বেশি সাংসদ, তারাই জিতবে। নিশ্চিত ভাবে আমি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছি না।’

শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি করা হতে পারে, এমন জল্পনা তৈরি হয় রাহুল গান্ধীর বাসভবনে প্রশান্ত কিশোরের উপস্থিতির পর থেকে। পরে জানা যায় প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেছেন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন প্রশান্ত কিশোর।

এই খবর প্রকাশ পেতেই ফের জল্পনা তৈরি হয়, তাহলে কি শরদ পাওয়ারকে ইউপিএ চেয়ারপার্সন হিসেবে দেখে দেশের বিজেপি বিরোধী জোটকে সংঘবদ্ধ করার চেষ্টায় রয়েছেন প্রশান্ত কিশোর। তবে সেসব জল্পনা নিজেই ওড়ালেন শরদ পাওয়ার। এদিকে এদিন প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের বিষয়ে শরদ পাওয়ার বলেন, ‘আমার সঙ্গে প্রশান্ত কিশোরের মাত্র দুই বার বৈঠক হয়েছে। তবে এর মধ্যে ২০২৪ সালে কোনও অগ্রণী ভূমিকা নেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আমার আলোচনা হয়নি। না ২০২৪, না রাষ্ট্রপতি নির্বাচন, কোনওটা নিয়েই আলোচনা হয়নি তাঁর সঙ্গে। প্রসান্ত কিশোর আমাকে জানান যে তিনি ভোট কুশলীর কাজ ছেড়ে দিয়েছেন।’

এরপর শরদ পাওয়ার আরও বলেন, ‘এখনও কোনও কিছুই সিদ্ধান্তে পরিণত হয়নি। তা সে ২০২৪ সালের লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন। নির্বাচন এখনও বহু দূরে। রাজনৈতিক পরিস্থিতি সব সময় বদলাতে থাকে। আমি এখনই ২০২৪ সালের নির্বাচনে কোনও নেতৃত্ব দেওয়ার কথা ভাবছি না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*