সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে কংগ্রেসের অন্দরে। দলীয় সূত্রের খবর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা ও সঞ্জয় গান্ধীর বন্ধু কমলনাথকে সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার, সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে আসেন রাজীব গান্ধীর ঘনিষ্ঠ কমলনাথ। উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। উল্লেখ্য, সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে সভাপতিপদ নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। পূর্ববর্তী নির্বাচন গুলিতে কংগ্রেসের শোচনীয় ফলাফল নিয়ে চিন্তিত দলের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সভাপতি পদ নিয়ে সাবধানে পদক্ষেপ নিতে চলেছে দল। সভাপতি পদ নিয়ে একাধিকবার মিটিং হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সভাপতি পদের জন্য দলের প্রবীণ নেতৃত্বের উপরই কংগ্রেস আস্থা রাখতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর লোকসভার বাদল অধিবেশন শেষ হবার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং অনেক বছর পর গান্ধী পরিবারের বাইরের কেউ এই পদ পেতে চলেছে এমনটাই সূত্রের খবর।
Be the first to comment