পার্ক হোটেলের পর এবার শহরের আরও এক অভিজাত হোটেলের বিরুদ্ধে কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে পার্টি আয়োজনের অভিযোগ। শুধু পার্টির আয়োজনই নয়, একেবারে মদের ফোয়ারা চলেছে পার্টি। অভিযোগ এমনটাও। মিন্টো পার্কের হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশানালের বিরুদ্ধে উঠেছে এই নিয়ম ভাঙার অভিযোগ।
প্রশাসন সূত্রে খবর অতিমারি পরিস্থিতিতে ৫০জনের বেশি লোকের জমায়েত করা নিয়মবিরুদ্ধ। পাশাপাশি রাত ৮টার পরে মদ পরিবেশনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। তবে অভিযোগ গত ১০ই জুলাই শহরের ওই অভিজাত হোটেলে একেবারে জমিয়ে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। রাত পর্যন্ত দেদারে মদ খাওয়া চলেছে। এর সঙ্গেই ছিল ৫০ জনের বেশি মানুষের উপস্থিতির অভিযোগ।
এদিকে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে আবগারী দফতর। হোটেলেও হানা দিয়েছিলেন আবগারী দফতরের আধিকারিকরা। হোটেলের ম্যানেজারকেও তলব করা হয়েছে। জন্মদিনের পার্টিতে কেন যাবতীয় বিধিকে লঙ্ঘন করল হোটেল কর্তৃপক্ষ সেই প্রশ্ন উঠেছে। একথা সরকারি তরফে হোটেল কর্তৃপক্ষের কাছেও জানতে চাওয়া হয়েছে। প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়়া ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকার প্রয়োজনে লাইসেন্স বাতিলের পথেও হাঁটতে পারে।
এদিকে গোটা ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। এভাবে অতিমারির মধ্যে পার্টির আয়োজন করলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। কেন সরকারি নির্দেশকে এভাবে লঙ্ঘন করার সাহস দেখাচ্ছে শহরের একাধিক হোটেল তা নিয়ে উঠছে প্রশ্ন।
Be the first to comment