আগামী ৩০ জুলাই পর্যন্ত তাদের সমস্ত লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ৷ WBPSC-র তরফে জানানো হয়েছে, যাঁরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, তাঁরা এই সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে (wbpsc.gov.in) পেয়ে যাবেন ৷
কমিশনের তরফে এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, ২০২১ সালের ৩০ জুলাইয়ের মধ্যে কমিশনের যতগুলি লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল, তার সবক’টিই স্থগিত করা হচ্ছে ৷ অতিমারি আবহে সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ আগামী দিনে ফের কবে এই পরীক্ষাগুলি নেওয়া হবে, এখনই তার তারিখ ঘোষণা করা হচ্ছে না ৷
প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও একই কারণে ঘোষিত পরীক্ষা স্থগিত করেছিল WBPSC কর্তৃপক্ষ ৷ চলতি বছরের মে মাসেই রাজ্যে সিভিল সার্ভিসের পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ কিন্তু কোভিডের বাড়বাড়ন্তে সেই পরীক্ষাও তখনকার মতো বাতিল করতে হয় ৷
এদিকে, সংক্রমণের দাপাদাপি কিছুটা কমলেও এখনও কাটেনি করোনার প্রভাব ৷ উপরন্তু, চোখ রাঙাচ্ছে সম্ভাব্য তৃতীয় ঢেউ ৷ রাজ্যজুড়ে চলতে থাকা বিধিনিষেধের মেয়াদ গত বুধবার আরও বাড়িয়েছে রাজ্যের সরকার ৷ যা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে ৷ তবে যানচলাচলে নিয়ন্ত্রণ ক্রমশ শিথিল করা হচ্ছে ৷ তাতে নতুন করে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷ এই পরিস্থিতিতে WBPSC কর্তৃপক্ষ সতর্কতা হিসাবেই তাদের লিখিত পরীক্ষা স্থগিত করল বলে মত ওয়াকিবহাল মহলের ৷
Be the first to comment