আইসিসি টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল। ফলে B গ্রুপের লড়াই বিরাট কোহলি এবং বাবর আজম যে আরও একবার একে অপরের মুখোমুখি হতে চলেছেন, তা নিয়ে আর কোনও সন্দেহই রইল না। আজ একথাই ঘোষণা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই বিশ্বকাপের আয়োজন করা হবে।
শেষ ১২-র লড়াইয়ে পাকিস্তানের সঙ্গে বি গ্রুপে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, এবং প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা আরও দুটো দল। গতবারের চাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা এ গ্রুপে রয়েছে। তবে প্রথম রাউন্ড থেকে যোগ্যতা অর্জন করা আরও দুটো দল যোগ দেবে।
- গ্রুপ ১ – ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, গ্রুপ এ উইনার, গ্রুপ এ রানার্স আপ
- গ্রুপ ২ – ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ বি উইনার, গ্রুপ বি রানার্স আপ
ICC-র পক্ষ থেকে আজ একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, ‘প্রথম রাউন্ডে আটটা দল একে অপরের সঙ্গে লড়াই করবে। ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে নিয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। বাকি ছ’টা জায়গা যোগ্যতা অর্জনকারী ম্যাচের মাধ্যমে জায়গা পাকা করতে হবে। এ গ্রুপে লড়াই করবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অপর গ্রুপে রয়েছে ওমান, পিএনজি এবং স্কটল্যান্ড।’
Be the first to comment