করোনার আবহেই আজ রাজ্যে জয়েন্ট পরীক্ষা

Spread the love

আজ রাজ্যে জয়েন্ট পরীক্ষা। মহামারী করোনা শুরুর পর এই প্রথম অফলাইনে এত বড় মাপের পরীক্ষা হতে চলেছে বাংলায়। শনিবার ওই পরীক্ষায় বসতে চলেছেন ৯২ হাজার ৬৯৫ জন পড়ুয়া। যার মধ্যে রাজ্যের পরীক্ষার্থী ৬০ হাজার ১০৫ জন। বাইরের রাজ্য থেকে এই পরীক্ষায় সামিল হবেন ৩১ হাজার ৫৯৪ জন। প্রথম ধাপের পরীক্ষা চলবে বেলা ১১টা থেকে দুপুর একটা অবধি। পরবর্তী পর্বের পরীক্ষা হবে দুপুর দু’টো থেকে চারটে পর্যন্ত।

সকালেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সেন্টার তৈরি হয়েছিল WBJEE 2021-এর জন্য। মুখে মাস্ক, হাতে পেন। সকাল থেকেই নিউ নর্মাল সূত্র মেনেই পরীক্ষাকেন্দ্রে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, পাঁশকুড়া,কাঁথি ও হলদিয়াতেও পুরোদমে চলছে শেষপর্বের প্রস্তুতি। ওই জেলায় WBJEE-র মোট ছ’টি সেন্টার রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*