আজ রাজ্যে জয়েন্ট পরীক্ষা; দফায় দফায় চলছে স্যানিটাইজেশন

Spread the love

আজ রাজ্যে জয়েন্ট পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রের প্রতিটি রুমেই স্যানিটাইজার রাখা হচ্ছে। দফায় দফায় চলছে স্যানিটাইজেশন। পাশাপাশি পরীক্ষার্থীদের খাবার ও জল নিয়ে যাবার অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে চলছে চেকিং। দু’টি পর্বের পরীক্ষা শেষ হলে বাইরে বেরতে পারবেন পরীক্ষার্থীরা। তবে যাতায়াতের সমস্যার কথা ভেবে অনেকেই আগেরদিনেই পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি এসে থেকেছেন।

প্রসঙ্গত, পরীক্ষার্থীদের সুবিধার্থে গতকাল সকাল থেকেই চালু করা হয়েছিল কন্ট্রোল রুম। এদিনও সকাল ছ’ টা থেকে রাত ১০টা অবধি খোলা থাকবে ওই কন্ট্রোল রুম। প্রয়োজনে ফোন করতে পারেন 033-2367-1149, 033-2367-1199 নম্বর কিংবা 18001023781 এবং 18003450050 টোল-ফ্রি নম্বরে।

করোনা পরিস্থিতিতে এই প্রথম অফলাইনে এত বড় পরীক্ষার আয়োজন। কিন্তু কোভিড বিধিনিষেধ জারি থাকায় বন্ধ লোকাল ট্রেন। বাস, মেট্রো সহ সমস্ত গণপরিবহন চলছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। অবস্থার সামাল দিতে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার্থীদের কথা ভেবে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*